বেনাপোল সংবাদদাতা : কলকাতা থেকে হেঁটে বেনাপোলে এসে পৌঁছেছেন বাংলাদেশি মেয়ে জান্নাতুল মাওয়া রুমা। বৃহস্পতিবার রাতে বিশ্রাম নিয়ে শুক্রবার সকাল থেকে আবারও হেঁটে যাত্রা শুরু করবেন ঢাকা প্রেস ক্লাবের উদ্দেশে। তিনি কাজ করেন ঢাকার একটি এনজিওতে।

হেঁটেই গিনেস বুকে নিজের নাম নথিভুক্ত করতে চলেছেন জান্নাতুল মাওয়া রুমা। চাঁদপুরে জন্মগ্রহণ করলেও বর্তমানে ঢাকার কলাবাগানের মেয়ে ৩৭ বছর বয়সী রুমার ইচ্ছা কলকাতা প্রেস ক্লাব থেকে ঢাকা প্রেস ক্লাব পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার হেঁটে পাড়ি দেবেন। আর সেই লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে হাঁটা শুরু করেছেন কলকাতা প্রেস ক্লাব থেকে। তিনি ৫ ফেব্রুয়ারি কলকাতা গিয়েছিলেন।

প্রথম দিন প্রায় ৫ কিলোমিটার হেঁটে রাতে বিশ্রাম নেন লেকটাউনের একটি রেস্ট হাউসে। বুধবার সকালে আবার শুরু করেন হাঁটা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে পথের মধ্যেই একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু তার। বৃহস্পতিবার সন্ধ্যায় এসে পৌঁছান বেনাপোলে চেকপোস্ট কাস্টমসে। কলকাতার ধর্মতলা-লেনিন সরণি-মৌ-লালী-দমদম-যশোর রোড হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৯ দিন।

জান্নাতুল মাওয়া রুমা জানান, তার ইচ্ছা আরও কম সময়ে গন্তব্যে পৌঁছানো। রুমার এ অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রুমার দাবি, কলকাতা থেকে ঢাকা পুরো পথটি হেঁটে সফলভাবে অতিক্রম করতে পারলে তিনি হবেন প্রথম এশিয়ান মহিলা, যিনি এই কৃতিত্ব অর্জন করবেন। যানজট ও পরিবেশের ওপর জনসচেতনতা সবার কাছে পৌঁছে দিতে হাঁটা অভ্যাস করার স্লোগান রয়েছে তার এই হাঁটার পেছনে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)