‘ফ্যাসিবাদি সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে’
পিরোজপুর সংবাদাদতা : জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। এই সরকার ফ্যাসিবাদি সরকার। এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে। গণমানুষের প্রত্যাশা পূরণে এর কোনো বিকল্প নেই।
পিরোজপুরে এক সংক্ষিপ্ত সফরে এসে বৃহস্পতিবার জেলা সার্কিট হাউজে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
তিনি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জেলা বিএনপি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি জেলায় কর্মরত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই মিথ্যা কথা বলেন, অশালীন কথা বলেন। নির্বাচনের আগে সংবিধান রক্ষার নির্বাচনের কথা বললেও এখন ভোল পাল্টে গেছে। দেশে একটি তামাশার নির্বাচন হয়েছে। যেখানে মানুষের ভোট দেয়ার অধিকারই ছিল না। অতীত ইতিহাসে এমন কোনো নির্বাচনের নজির নাই।
তিনি বলেন, সরকার এখন আগের চেয়ে অনেক দুর্বল। আমাদের শক্তি আগের থেকে বেড়েছে। সরকার মরণ কামড় যেমন দ্রুত দিচ্ছে তেমনি সরকারের পতনও খুব দ্রুত হবে। শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও সার্বভৌমত্ত্ব রক্ষার যে কাফেলা- এ কাফেলাই বিজয়ী হবে।
এরশাদ সম্পর্কে কাজী জাফর বলেন, আমার সম্পর্কে কিছু বলার সাহস এরশাদের নাই। যদি কিছু বলে থাকেন রওশন এরশাদ সম্পর্কে বলেছেন। তবে ইতিহাসের আস্তা কুড়ে তিনিই নিক্ষিপ্ত হবেন। শিগগিরই দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, ফ্যাসিবাদ সরকারের পতন হবে এবং সত্যের জয় হবে। এ সময় ১৯ দলের নেতা কর্মীসহ তার সঙ্গে ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদ উদ্দিন শেখ, বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল্লাহ।
(দ্য রিপোর্ট/এফআইবি/জেএম/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)