লাইফস্টাইল মেলা উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হলো ৩ দিনব্যাপী ব্র্যান্ড ফার্নিচার, ব্রাইডাল ও লাইফস্টাইল মেলা ২০১৪। মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেড আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
উদ্বোধন করার পর বাণিজ্যমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তারপর স্টেজে উঠে ফটোসেশনে অংশ নেন। তাকে ক্রেস্ট প্রদান করেন মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ভুঁইয়া রাজু এবং হোটেল ওয়েস্টিনের মহাব্যবস্থাপক মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান খান কামাল।
এরপর ব্রাইডাল ফ্যাশন শো উপস্থাপন করা হয়। যা প্রতিদিন সন্ধ্যায় থাকবে।
মেলায় ৬১টি স্টল স্থান পেয়েছে। শনিবার রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)