শিল্পকলায় বসন্ত উৎসব
দ্য রিপোর্ট প্রতিবেদক : নৃত্য, আবৃত্তি, গান ও আলোচনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে কফি হাউজের মুক্ত মঞ্চে বসন্ত উৎসব পালন করেছে শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত সংগীত। এরপর একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
আলোচনা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। একক সংগীত পরিবেশন করেন শিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, সুবীর নন্দী, খায়রুল আলম শাকিল, ফেরদৌস আরা, আজিজুর রহমান, মামুন জাহিদ খান প্রমুখ। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও আহকামউল্লাহ। এছাড়াও নৃত্যানন্দ ও দিব্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা একক ও দলীয় নৃত্য উপস্থাপন করে।
(দ্য রিপোর্ট/এমএ/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)