ঠাকুরমার ঝুলি নেবই নেব
দ্য রিপোর্ট প্রতিবেদক : পয়লা ফাল্গুনের মানে কী তা বোঝে না সিদরাতুল মুনতাহা রিমি। বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছে সে। রিমি জানে আজ কিছু একটা হতে যাচ্ছে যার পরিণতি আনন্দ। রিমি ক্যান্টনমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে কেজি ওয়ানে ইংলিশ ভার্সনের শিক্ষার্থী। বাবা-মা যখন নানা উৎসব আয়োজন উপভোগে ব্যস্ত থাকে রিমি তখন ভীষণ কৌতূহলী মুহূর্তটি অতিক্রম করে। দুপুরে বইমেলায় প্রবেশ করেই এক অজানা ভালোলাগায় শিশু কর্নারে বিচরণ করতে থাকে স্টলে স্টলে। চাহিদারও শেষ নেই। একের পর এক কিনে চলে টম এন্ড জেরি, প্রিন্সেস, গোস্ট এ সব ইংলিশ ভার্সনের বই। অনেকক্ষণ পিছু হেঁটে তার সঙ্গে কথা বলার সুযোগ মিলে। মেলায় কেমন লাগছে? এমন প্রশ্ন করবার সঙ্গে পাল্টা প্রশ্ন রিমির, ‘তোমার কেমন লাগছে?’
কোন বইটা না কিনে দিলে তুমি রাগ করবে, এর উত্তরে তার এলোমেলো অপ্রাসঙ্গিক কথা অনবরত চলতে থাকে, যেন জীবনে প্রথমবারের মতো এখানে এসে এক অনাবিল আনন্দের স্পর্শ পেয়ে অনেকটাই আনমনা রিমি। বিদায় নেওয়ার আগে হঠাৎ করেই উত্তর ঠাকুরমার ঝুলি নেবই নেব।
(দ্য রিপোর্ট/এমএ/এপি/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)