মমতা ব্যানার্জীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আন্না
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী মে মাসে অনুষ্ঠেয় ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন আন্না হাজারে। ৭৬ বছর বয়সী গান্ধীবাদী এই একটিভিস্টের কোনো রাজনৈতিক তৎপরতায় নামার ঘটনা এটাই প্রথম।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পক্ষে প্রচারে নামার কারণ ব্যাখ্যা করে আন্না হাজারে বলেন, ‘তিনি ১০ বাই ১২ ফুটের ছোট্ট একটি কক্ষে বাস করেন। পায়ে দেন হাওয়াই চপ্পল। খুবই সাধারণ জীবন যাপন করেন। এছাড়া আমি বলতে চাই, স্বাধীনতার ৬৬ বছর পরও কেউই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বদলাবার চিন্তা করেনি। একমাত্র মমতাজিই এ চিন্তা করেছেন।’
হাজারে জানান, মমতা এক দূত পাঠিয়ে তাকে জানিয়েছেন, ক্ষমতায় আসলে তার ১৭ দফা মেনে নিবেন মমতা। হাজারে বলেন, ‘আমি সব রাজনৈতিক দলের কাছেই দেশের ভালোর জন্য ১৭টি দফা পেশ করেছিলাম। কিন্তু একমাত্র মমতাই আমার আহ্বানে সাড়া দিয়েছেন।’
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)