মোদির প্রতি বয়কট তুলে নিল যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল দেশটির গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে মূলত বিতর্কিত এ নেতাকে প্রায় এক দশক ধরে একঘরে করে রাখার পদক্ষেপের ইতি টানার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র।
২০০২ সালে গুজরাটের ভয়াবহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে মোদির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। ২০০৫ সালে মোদিকে ভিসাও দেয়নি ওয়াশিংটন। ওই ঘটনার পর এটাই যুক্তরাষ্ট্রের শীর্ষপর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে মোদির প্রথম বৈঠক।
চলতি বছরের মে মাসে অনুষ্ঠেয় ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে মোদি ও তার দল বিজেপির জয়ের সম্ভাবনা অনেক বেশী। আর এ কারণেই হয়তো মোদির সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চাইছে যুক্তরাষ্ট্র।
২০০২ সালের ওই দাঙ্গার পর অনেক পশ্চিমা রাষ্ট্রই মোদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল মুসলিম। (সূত্র : বিবিসি)।
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)