জামালপুর সংবাদদাতা : জেলার বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সহিজল হক দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সারমারা বাজারে আব্দুল মোতালেবের গ্যাসের দোকান থেকে আগুনের সূচনা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের মোহাম্মদ আলীর গ্যাস ও ফয়সালের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

শেরপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এএস/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)