ত্বকের ক্যান্সার নির্ণয়ে রক্ত পরীক্ষা
দিরিপোর্ট২৪ ডেস্ক : সাধারণ একটি রক্ত পরীক্ষায় নির্ণয় করা যাবে ত্বকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে কি-না। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটের কনফারেন্সে উপস্থাপিত একটি গবেষণাপত্র থেকে এটি জানা যায়।
মেলানোমা ত্বকের ক্যান্সারের অন্যতম একটি ধরন। এটি খুবই কম দেখা যায়। কিন্তু আক্রান্ত হওয়ার প্রথম দিকে নির্ণয় করা না গেলে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। এই ক্যান্সার ত্বক থেকে ব্রেন ও ফুসফুসসহ অন্যান্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে।
ইউনির্ভাসিটি অব ডান্ডে’র গবেষকরা বলেন, রক্তের ডিএনএ’র টিএফপি১২ জিনের মাধ্যমে এই ক্যান্সারের ছড়িয়ে পড়ার মাত্রা নির্ণয় করা যায়। এর ফলে রোগীকে চিকিৎসা দেয়া সহজ হয়।
গবেষণাপত্রের লেখক ও ইউনির্ভাসিটি অব ডান্ডে’র কনসালট্যান্ট মেডিক্যাল অনকোলজিস্ট ড. টিম ক্রুক বলেন, মেলানোমা ত্বকের ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভয়াবহ। একবার ছড়িয়ে পড়লে একে নিয়ন্ত্রণ করা কঠিন।
তিনি আরো জানান, নতুন পরীক্ষাটিতে প্রমাণ পাওয়া গেছে যে এটি রোগের প্রাথমিক অবস্থায় খুবই উপকার দেয়। যদি ক্যান্সার ছড়িয়ে পড়ার শুরুতে এই পরীক্ষাটি করা যায়, তবে কার্যককভাবে এর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে।
ইউনির্ভাসিটি অব ডান্ডে’র অধ্যাপক কার্লোট প্রোবি একে সহজ একটি পরীক্ষা বলে উল্লেখ করেন।
একই গবেষক দল এনটি৫ই নামের আরেকটি জিনকে সনাক্ত করেছেন। এটি মেলানোমার দ্রুত ছড়িয়ে যাওয়ার সঙ্গে যুক্ত।
(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)