গাজীপুর সংবাদদাতা : টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এসএম আনোয়ারুল করিমকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদফতর। কেন্দ্রের সাইক্রিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার জিয়াউর রহমান চৌধুরীকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, নির্যাতনের কারণে মঙ্গলবার রাতে ২০ কিশোর নিজেদের শরীর জখম করে প্রতিবাদ জানায়। এ সংক্রান্ত খবর বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের পর প্রশাসনে তোলপাড় হয়। এ ঘটনায় ওই দিনই হাইকোর্ট সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার দুপুরে হাইকোর্ট নির্দেশিত তদন্ত কমিটির দুই সদস্য গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ও পুলিশ সুপার মো. আব্দুল বাতেন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছেন।

হাইকোর্টের নির্দেশিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্যতম সদস্য গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত কাজ শুরু হয়েছে। নিজেদের জখম করা কিশোররা বর্তমানে ভালো রয়েছে বলেও জানান তিনি।

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের টঙ্গী ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)