আক্কেলপুরে আরও দুই শিলপাটা শ্রমিকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরের চক্রপাড়া গ্রামে আরও দুই শিলপাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আক্কেলপুরের চক্রপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে তারা মারা যান।
মৃতরা হলেন- আক্কেলপুর পৌর সদরের চক্রপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইউনুছ আলী (২৫) ও একই গ্রামের মুনছের আলী (৬৫)।
নিহতের বাবা মোজম্মেল হক জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান শিলপাটা শ্রমিকের কাজ করে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি অভিযোগ করে বলেন, আরও কত প্রাণ ঝরে গেলে এ মরণ শিলপাটা কারখানা বন্ধ হবে। তিনি দ্রুত এ অবৈধ শিলপাটা কারখানা বন্ধের দাবি জানান।
আক্কেলপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম জানান, দুই বছরের ব্যবধানে চক্রপাড়া গ্রামে প্রায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিন শতাধিক শ্রমিক।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার দাশ জানান, তিনি বহুবার পদক্ষেপ নিয়ে এ কারখানা বন্ধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পারেননি। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপে কারখানাগুলো বন্ধ করা প্রয়োজন।আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, অবৈধভাবে গড়ে ওঠা কারখানাগুলো বন্ধের জন্য জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন দ্য রিপোর্টকে জানান, শিলপাটা তৈরির কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এলাকাটি পরিদর্শন করে দেখেছি। অস্বাস্থ্যকর পরিবেশে কোনো প্রটেকশন ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। শিগগিরই এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
(দ্য রিপোর্ট/এএএম/ইইউ/এএস/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)