মেহেরপুর প্রতিনিধি : তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মেহেরপুর পুলিশ কন্টোল রুম সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজন, জেআর মামলায় তিনজন, সিআর একজন ও নিয়মিত মামলায় তিনজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন- সাজাপ্রাপ্ত মসলেম আলী, আয়ুব হোসেন (৪৮), জিনারুল ইসলাম (৩৫), মকলেছ (৪০), আইনাল (৩৭), জাহাঙ্গীর আলম (২৫), টুটুল (২৯) ও মোচাকলিম (৩৩)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান দ্য রিপোর্টকে জানান, মেহেরপুর সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন আটক করে।

এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, গাংনী উপজেলার কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাজীপুর গ্রামের শুকচাঁদ হোসেনের ছেলে মসলেম হোসেনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএকে/এমএইচও/এএস/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)