৭৫’র পর ইতিহাস বিকৃত করা হয়েছে : গওহর রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ড. গওহর রিজভী।
রাজধানীর ধানমণ্ডির নায়েম মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইতিহাস একাডেমি আয়োজিত ‘ইতিহাস ও ঐহিত্য বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন-২০১৪’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রিজভী বলেন, ‘১৯৪৫ সালে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের পর সে দেশের ইতিহাস নতুন করে রচনা করা হয়েছিল। আর আমাদের দুর্ভাগ্য আমরা ১৯৭৫ সালের পর ইতিহাস বিকৃত করেছি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোফাকখারুল ইসলাম। ইতিহাস একাডেমির সভাপতি অধ্যাপক ড. কে এম মোহসীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত।
আইনুন নিশাত বলেন, ‘ইতিহাস বিকৃতি কারো কাম্য নয়। তবে খেয়াল রাখতে হবে ইতিহাস যেন উত্তর-দক্ষিণ না হয়।’
(দ্য রিপোর্ট/সাআ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)