দ্য রিপোর্ট প্রতিবেদক : মধ্যবর্তী নির্বাচনের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারের খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘শুধু বিদেশি বন্ধু, টকশো ও বিএনপির সংবাদ সম্মেলনেই মধ্যবর্তী নির্বাচনের কথা শোনা যায়। আসলে এর কোনো ভিত্তি নেই। সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সার্জেন্ট জহুরুল হকের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এসকে/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)