চীনের বিয়ের অনুষ্ঠানে ভবন ধস, নিহত ৯
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি ভবন ধসে কমপক্ষে ৯ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন।
চেচিয়াং প্রদেশের সিনহুয়া শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পানান কাউন্টি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কাঠ ও ইটের তৈরি ওই ভবনটি ধসের সময় অন্তত ২০০ জন অতিথি ভেতরে ছিলেন।
ধসে পড়া ভবনটিতে আর কেউ আটকে না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।
দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। (সূত্র : সিএনএন)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)