বিজিবি সদস্য সুফিয়ানের দাফন সম্পন্ন
কুড়িগ্রাম সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বুধবার প্রশিক্ষণ চলাকালে মর্টার শেলের বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আবু সুফিয়ানের মরদেহ শুক্রবার সকাল ৯টায় দাফন করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার মালিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছে। সকাল সাড়ে ৮টায় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ ও অপারেশনাল অফিসার মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত আবু সুফিয়ান মালিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ৫ ছেলেমেয়ের মধ্যে সবার বড় ছিলেন। তিনি স্ত্রী ও দুই শিশুকন্যা রেখে গেছেন। জয়পুরহাট-৩ বিজিবির সিপাহি হিসেবে কর্মরত ছিলেন আবু সুফিয়ান।
(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এএস/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)