মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরে এসআর কুরিয়ার সার্ভিস থেকে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ রাকিবুল হাসান নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

মাগুরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক বদরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরের ছায়াবিথী সড়কে অবস্থিত এসআর কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ৯ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৮০০ মিটার ভারতীয় থান কাপড়সহ রাকিবুল হাসান নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটক রাকিবুল শহরের পশু হাসপাতাল এলাকার রফিউদ্দিনের ছেলে।

(দ্য রিপোর্ট/এসএইচএস/এমএইচও/এএস/শাহ/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)