সিলেট অফিস : ‘আগামী বাজেটের পরিধি আড়াই লাখ কোটি টাকা হবে’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নগরীর কুমারগাঁওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্বোধন শেষে শুক্রবার সকাল ১১টায় সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এ সময় তিনি বলেন, বিএনপির প্ররোচনায় আমেরিকা জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে অসদাচরণ করে আসছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যক্তি মালিকানায় শিল্প স্থাপনে সরকার সার্বিক সহযোগিতা করবে। এ ছাড়া দেশে ‘ফ্যাসিস্ট’ আছে, তারা শুধু ষড়যন্ত্র করে, উন্নয়ন দেখে না।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)