সলঙ্গায় দোকানের ভেতরে ট্রাক, নিহত ১
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গায় নলকা-বনপাড়া মহাসড়কের পাঁচলিয়া বাজারে পানের দোকানে একটি কয়লাবোঝাই ট্রাক ঢুকে পড়ে। এতে সোহেল রানা নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সোহেল রানা সলঙ্গা থানার তিননান্দিনা গ্রামের নিদান খানের ছেলে। শুক্রবার ভোর রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, ভোর রাতে কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়ানো পথচারী সোহেল রানা ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরকে/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)