ভালোবাসা দিবসে পুতিনের বিরুদ্ধে সমকামীদের প্রতিবাদ!
দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার বিতর্কিত সমকামিতা বিরোধী আইনের প্রতিবাদে অভিনব পন্থা বেছে নিয়েছেন চীনের রাজধানী বেইজিংয়ে একদল সমকামী আন্দোলনকারী। তারা পরস্পরকে চুম্বনের মধ্য দিয়ে রাশিয়ার এই আইনের প্রতিবাদ জানান।
রেইনবো ফ্ল্যাগ, অলিম্পিকের প্রতীক ও ‘টু রাশিয়া উইথ লাভ’ লেখা ব্যানার হাতে নিয়ে বেইজিংয়ের রাস্তায় পরস্পরকে চুম্বন করেন তারা।
সমকামী আন্দোলনকর্মী জিয়াও তিয়ে বলেন, ‘আজকে ভালোবাসা দিবস বলে আমরা আরও বেশি ইতিবাচক ধারণা পোষণ করছি। সবারই যে ভালোবাসার অধিকার আছে, এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি আমরা।
গত বছরের জুন মাসে সমকামিতা বিরোধী আইন প্রণয়ন করে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্দোলন শুরু করে। এমনকি রাশিয়ার অনুষ্ঠিত সোচি অলিম্পিক বর্জনের হুমকিও দেয়।
১৯৯৭ সাল পর্যন্ত চীনে সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হত। সমকামিতাকে মানসিক অসুস্থতা মনে করা হয়। (সূত্র : এএফপি)
(দ্য রিপোর্ট/কেএন/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)