দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবসায় ধারাবাহিক সফলতা বয়ে আনা স্টাইলক্রাফট গত সপ্তাহে লুজারের শীর্ষে উঠে এসেছে। গত সপ্তাহে ১৪ শতাংশ দর হ্রাস পেয়ে লুজারের এ স্থানে উঠে আসে কোম্পানিটি।

তৃতীয় প্রান্তিক (এপ্রিল থেকে ডিসেম্বর) শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭.২৪ টাকা। যেখানে আগের বছরের একই সময় ছিল ১০.৬০ টাকা।

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ৯৯৫ টাকায় অবস্থান করছে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে কোম্পানিটির মোট ৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৬২ হাজার টাকার।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির মোট ৫ লাখ ৫০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫.৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৯৮ শতাংশ ও বাকি ৫৩.৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/আরকে/ফেব্রুয়ারি ১৪,২০১৪)