পদ ছাড়ছেন ইতালির প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা পদত্যাগ করছেন। তার দল ডেমোক্রেটিক পার্টি (পিডি) নতুন প্রশাসনের পক্ষে সমর্থন জানানোর কারণে এ পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
বৃহস্পতিবার দলের বৈঠকের পর একটি বিবৃতিতে লেত্তা জানান জাতীয় নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্ত মেনেই পদত্যাগ করছেন তিনি।
প্রেসিডেন্ট জর্জ্জো ন্যাপোলিতানোর কাছে আনুষ্ঠানিকভাবে শুক্রবার পদত্যাগপত্র জমা দেবেন লেত্তা।
ডেমোক্রেটিক পার্টির নেতা ফ্লোরেন্স শহরের মেয়র মাত্তেও রেঞ্জি আলোচনায় সরকার পরিবর্তনের যুক্তি দেখিয়ে বলেন, অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ চলতে পারে না। এর আগে রেঞ্জি ৪০ বছরের মধ্যে সব থেকে বেশি বেকারত্বের জন্য লেত্তাকে দায়ী করেন।
ডেমোক্রেটিক পার্টি আশা করছে, লেত্তাকে সরিয়ে রেঞ্জি একটি নতুন প্রশাসন গড়ে তুলতে পারবে।
রেঞ্জি ২০১৮ সালে এই সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত একটি নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেন।
তুখোড় বক্তা রেঞ্জির অভিজ্ঞতা কেবল মেয়র হিসেবেই। তিনি আইনসভার সদস্য নন। এমনকি তিনি কখনও নির্বাচনেও দাঁড়াননি। জনগণের ম্যান্ডেট নিয়েই প্রধানমন্ত্রী হতে চান এমনটিই বলে আসছিলেন রেঞ্জি। কিন্তু এখন সরাসরি ক্ষমতাই পেতে চাইছেন তিনি।
আর রেঞ্জি যদি এভাবে প্রধানমন্ত্রী হয়েই যান তবে তিনি হবেন মারিও মনতে ও লেত্তার পরে তৃতীয় অনির্বাচিত প্রধানমন্ত্রী। এতে করে ইতালির রাজনৈতিক সঙ্কট আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। (সূত্র : বিবিসি ও রয়টার্স)
(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)