শাবিপ্রবিতে প্রকৃতির জন্য ভালোবাসা
সিলেট অফিস : বিশ্ব ভালোবাসা দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি ‘প্রকৃতির জন্য ভালোবাসা’ বিষয়ক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের সেক্টর কমান্ডার্স চত্বরের গাছ পরিচর্যা করার মধ্য দিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন এক্সপ্লোর সোসাইটির উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহমুদ হাসানসহ সংগঠনের সদস্যরা।
পরে সংগঠনের সদস্যরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেক্টর কমান্ডার্স চত্বরের বিভিন্ন গাছের আগাছা পরিষ্কার করে।
সংগঠনের সভাপতি অনিমেষ ঘোষ দ্য রিপোর্টকে জানান, ভালোবাসা শুধু দুটি হৃদয়ের মধ্যে নয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়। এ প্রত্যাশাকে সামনে রেখে আমরা আজকে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছি। মূলত আমরা সবাই গাছ লাগাতেই ভালোবাসি।
আমাদের এ ক্ষুদ্র প্রয়াস সবাইকে অনুপ্রাণিত করবে বলে আশাব্যক্ত করেন তিনি।
(দ্য রিপোর্ট/এমজে/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)