দ্য রিপোর্ট ডেস্ক : কোমরের অস্ত্রোপচার করায় মার্চের আগে মাঠে ফিরতে পারছেন না বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। গত বৃহস্পতিবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। সেরে উঠতে অভিজ্ঞ এই খেলোয়াড়ের একটু সময় প্রয়োজন।

দারুণ ফর্মে রয়েছেন রিবেরি। বায়ার্নের জন্য দুঃসংবাদ এটা যে সামনের ৩টি ম্যাচে তিনি খেলতে পারছেন না। বায়ার্ন গত মৌসুমে প্রথম জার্মান দল হিসেবে ট্রেবল জয় করেছিল; তাতে অবদান রেখেছেন তিনি।

চলতি মৌসুমে বুন্দেসলিগায় দ্বিতীয়স্থানে থাকা দল থেকে বায়ার্ন ১৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। রিবেরি বুন্দেসলিগার ২টি এবং চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর (প্রথম লেগ) ম্যাচ খেলতে পারবেন না। এই প্রতিযোগিতায় বায়ার্নের প্রতিপক্ষ আর্সেনাল।

পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ১ মার্চ রিবেরি ফিরতে পারেন মাঠে। বুন্দেসলিগার ম্যাচ রয়েছে বায়ার্নের। নিজেদের মাঠে ব্যাভারিয়ানরা লড়বে শালকে জিরো ফোরের বিপক্ষে। তবে সুস্থ হয়ে ওঠতে সময় প্রয়োজন হলে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলার জন্য মাঠে নামতে পারেন তিনি (১১ মার্চ)।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)