‘বাংলা ছাড়া আর কোনো ভাষা আমাদের হতে পারে না’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা ছাড়া আর কোনো ভাষা আমাদের হতে পারে না বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আব্দুল মতিন।
তিনি বলেন, মওলানা ভাসানী বোঝতে পেরেছিলেন বাংলা ছাড়া কোনো ভাষা এই অঞ্চলের ভাষা হতে পারে না। ভাসানী দূরদর্শী ছিলেন। তিনি স্বপ্নে আগামী দিনে আমাদের করণীয় কী হবে তা বোঝতে পেরেছিলেন। কোন আন্দোলন সফল হবে তা তিনি বোঝতে পেরেছিলেন। তা এখন বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার বিকেলে ‘ভাষা আন্দোলন ও মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভাসানী স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করে ভাষাসৈনিক আব্দুল মতিন বলেন, তিনি বোঝতে পেরেছিলেন বাংলাদেশের কথা। বাংলাদেশের মানুষের কথা। আমরা তাকে আমাদের নেতা মনে করি। এই নেতাকে সামনে রেখেই আমরা দিনকে দিন আমরা সামনে এগিয়ে গেছি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগঠনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ খান, অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, সাধারণ সম্পাদক কাজী মনিরুল হুদা প্রমুখ।
(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)