দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটের নেতা হাজী মোহাম্মদ সেলিম বলেছেন, ‘গুলশানআরা গার্ডেনের মালিকানার কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারলে মালিকানা ত্যাগ করব।’

রাজধানীর সদরঘাট এলাকায় গুলশানআরা গার্ডেনের মদিনা গ্রুপের অফিসে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৭ মার্চ ১৯৮৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের (ভিসি) সঙ্গে উক্ত জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে আমার কথা হয়। এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র পাঠান। পত্রে কুমারতুলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদিত হল নেই বলে উল্লেখ রয়েছে।’ এ সময় হাজী সেলিম তৎকালীন ভিসির স্বাক্ষরিত ওই পত্রের অনুলিপি সাংবাদিকদের দেন।

হাজী সেলিম আরও বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই মালিকানা নিয়ে এই ধরনের ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা হাজী সেলিমের হাত থেকে তিব্বত হল উদ্ধারের দাবিতে মানববন্ধন করে। এর পরিপ্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

(দ্য রিপোর্ট/এমএ/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)