বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের সুরক্ষা ও সুষ্ঠু বন ব্যবস্থাপনার দাবিতে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। জেলা বনবিভাগ, প্রশাসন ও প্রেস ক্লাব যৌথভাবে এর আয়োজন করে।
দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে জেলার স্বাধীনতা উদ্যান থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও উদ্যানে এসে মিলিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নিসর্গপ্রেমী সংগঠনগুলোর সদস্যরা এতে অংশ নেন।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন মোল্লা, বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনবিভাগ) আরিফুল ইসলাম, অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবীর ও জেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল সরদার। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন (সুন্দরবন পূর্ব অঞ্চল) কর্মকর্তা মো. আমির হোসাইন চৌধুরী।
প্রসঙ্গত, ২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেসরকারি সংগঠন ‘রূপান্তর’সহ অর্ধশতাধিক সংগঠন সুন্দরবন সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যটকদের মনোযোগ আকর্ষণের জন্য খুলনায় তিন দিনের ‘জাতীয় সুন্দরবন সম্মেলন’র আয়োজন করে। আয়োজকরা এ দিনটি জাতীয় সুন্দরবন দিবস হিসেবে পালনের আহ্বান জানান।
এরপর ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।
(দ্য রিপোর্ট/এএস/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)