কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও মাইক্রোবাসের সংর্ঘষে নানা-নাতিসহ তিন জন নিহত হয়েছেন।

মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার দৌলবাড়ি ব্রিজ এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারী গ্রামের সেকান্তর মিয়া (৬০) ও তার নাতনি ফাতেমা (৯) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা (৪০)।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাব উদ্দিন দ্য রিপোর্টকে জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী সেকান্তর মিয়া মায়া যায়। এ সময় অন্তত ৮ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে শিশু ফাতেমাসহ আরও দুজন মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেপি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)