চাঁপাইনবাবগঞ্জে নিহত বিজিবি সদস্যের দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে মর্টারশেল বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ আলীর লাশ নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জেলার মনাকষা ফুটবল মাঠে শুক্রবার সকাল ৯টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক ছাড়াও বিজিপি'র বিভিন্ন বিওপি কমান্ডার ও সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মোহাম্মদ আলীর লাশ স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়।
লে. কর্নেল বজলুল হক জানান, ইতোমধ্যেই বিজিবি'র পক্ষ থেকে মোহাম্মদ আলীর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তার পরিবারের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা আগের মতই অব্যাহত থাকবে।
মোহাম্মদ আলী বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ঘাটাইলের সালাউদ্দিন সেনানিবাসে গত বুধবার প্রশিক্ষণ চলাকালে মর্টারশেল বিস্ফোরণে দুই সেনাসদস্য ও মোহাম্মদ আলীসহ চার বিজিবি সদস্য নিহত হন।
(দ্য রিপোর্ট/এআরএন/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)