দ্য রিপোর্ট প্রতিবেদক : অন্যান্য দেশের মতো বিচারিক ব্যবস্থা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও উদ্যমে উত্তরণে শতকোটির সমন্বয়ক খুশি কবির।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল গেটের সামনে শুক্রবার বিকেলে ন্যায়বিচারের দাবিতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কয়েকটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

খুশি কবির বলেন, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে অন্যান্য দেশে যে বিচারিক ব্যবস্থা রয়েছে তা বাংলাদেশে নেই। বাংলাদেশের বিচারিক ব্যবস্থা অনেক লম্বা। একটি মামলার রায় হতে বছরের পর বছর পেরিয়ে যায়।’

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর যে পরিমাণ হামলা হয়েছে তা ঘৃণা করলেও কম হয়ে যাবে। দুর্বৃত্তরা হামলার সময় নারীদের ধর্ষণ করেছে। কিন্তু দুঃখের বিষয় এ সব ঘটনার বিচার এখন পর্যন্ত শুরু হয়নি।’

রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুল হক।

রানা প্লাজায় আহতদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান রানা প্লাজার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা শ্রমিক হেলেনা খাতুন।

এ সময় নারী নির্যাতনের প্রতিবাদে ন্যায়বিচারের দাবি এবং সবাইকে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

বক্তব্য শেষে নারী নির্যাতনের তিনটি সহিংস ঘটনার বর্ণনা দেওয়া হয়।

মানবাধিকার কর্মী শিপ্রা ঘোষ, অভিনেত্রী বন্যা মির্জাসহ দেশি-বিদেশি নারী এনজিও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)