সিলেট অফিস : বিশ্ব ভালোবাসা দিবসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) লুঙ্গিমিছিল করেছে ‘সিঙ্গেল’ ছাত্ররা।

শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন মুক্তমঞ্চ থেকে লুঙ্গিমিছিল করে তিন শতাধিক ছাত্র। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে বিভিন্ন ভালোবাসাবিরোধী স্লোগান দেয় ‘সিঙ্গেল’ ছাত্ররা।

লুঙ্গিমিছিলের আয়োজক নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘আজকে একটা খুবই ভালো দিন। কিন্তু যারা প্রেম করে এ দিনে তারা আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করে। আমরা তাদের দেখিয়ে দিতে চাই যে, প্রেম ছাড়াও আমরা অনেক সুখে আছি। মূলত এ কারণেই আমরা সিঙ্গেল ছাত্ররা এ ধরনের আনন্দ মিছিল করেছি।’

মিছিলে অংশগ্রহণ করা গণিত বিভাগের শিক্ষার্থী নিয়াজ আহমেদ শিশির বলেন, ‘আমি একজন সিঙ্গেল ছাত্র। তাই আমি এ মিছিলে অংশগ্রহণ করেছি।’

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)