মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে সিমেন্টের বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের কাছে মোল্লারচর-চরকিশোরগঞ্জ এলাকা সংলগ্ন নদী থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার সেকেন্ড অফিসার সুলতান উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে শরীরের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে মৃতদেহ নদীতে ফেলে দেয়। এলাকাবাসী নদীর তীরে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)