দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে অভিষেক হয়েছে সাব্বির রহমান রুম্মনের। প্রথম টোয়েন্টি২০ ম্যাচে অভিষেক হওয়া মোহাম্মদ মিঠুনের পরিবর্তে সাব্বির রহমান রুম্মন শুক্রবার মাঠে নেমেছিলেন।

সাব্বির ব্যাটিং বিপর্যস্ত বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলতে পারেননি। স্লো ব্যাটিং করা সাব্বির ক্যারিয়ারের প্রথম ম্যাচে করেছেন ২৬ রান। এর আগে বিভিন্ন সময় দলে সুযোগ পেলেও এবারই প্রথম মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টোয়েন্টি২০ ম্যাচে জাতীয় দলের জার্সি পড়ে খেললেও এখনো খেলা হয়নি ওয়ানডে এবং টেস্ট। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের পক্ষে তিনি সর্বোচ্চ রান করেছেন ২৬ রান। ৩৫ বল খেলে তিনি ২ চারে গড়েছেন ২৬ রানের ইনিংস।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/সা/ফেব্রয়ারি ১৪, ২০১৪)