‘ক্ষমতার দাপট দেখালে পরিণতি শুভ হয় না’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘অত্যাচার নির্যাতন করে কিছু সময়ের জন্য ক্ষমতার দাপট দেখানো যায় কিন্তু তার পরিণতি কখনোই শুভ হয় না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুলের পক্ষে স্বাক্ষর করেছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের নানামুখী সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন ও দুর্নীতির বৃত্তে বাংলাদেশ আজ এক নিষ্ঠুর কারাগারে পরিণত হয়েছে। হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন-নিপীড়ন গণধিক্কৃত সরকারের দুর্বিনীত দুঃশাসনের ফল।’
মির্জা ফখরুল বলেন, ‘ফেনীর ফুলগাজী উপজেলার ইউপি চেয়ারম্যান ও ফুলগাজী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেনকে গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টায় বাড়ি ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা এ নির্মম ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানাই।’
অবিলম্বে আবুল হোসেনের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/একে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)