ক্যান্সারের বিরুদ্ধে ভিটামিন সি
দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রার ভিটামিন সি কেমোথেরাপির মত ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে।
ক্যান্সাস বিশ্ববিদ্যালয়ের একদল মার্কিন বিজ্ঞানীদের মতে, ভিটামিন সি ইনজেকশন আকারে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে যা সম্ভাব্য নিরাপদ, কার্যকর ও কম খরচে চিকিৎসা দেওয়া সম্ভব। ওভারিয়ান ক্যান্সার কিংবা অন্য যেকোনো ক্যান্সারের চিকিৎসায় এটি একটি ভালো উদ্যোগ হতে পারে বলে তারা মনে করেন। খবর : femalefirst.co.uk
২৭ জন ওভারিয়ান ক্যান্সারের রোগীর ওপর একটি গবেষণায় গবেষকেরা ভিটামিন সি’র উচ্চ মাত্রার ডোজ ইনজেকশনের সঙ্গে রোগীর ওপর প্রয়োগ করা হলে নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া কম দেখা যায়।
গবেষণায় আরও দেখা যায়, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ভিটামিন সি ক্যান্সার কোষ ধ্বংস করতেও সাহায্য করে। ভিটামিন সি দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিকল্প থেরাপি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
(দ্য রিপোর্ট/কেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)