দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজল্লাহ ফরিদ এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হাবিব উল্লাহকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দলীয় প্যাডে বিএনপির যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)