মালোপাড়া ঘটনার প্রভাব নেই অভয়নগর নির্বাচনে
আহসান কবীর, যশোর অফিস : অভয়নগরের চাপাতলা মালোপাড়া। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হয়। মিডিয়ার কল্যাণে দ্রুত সে খবর ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। তোলপাড় শুরু হয় চারিদিকে। ছুটে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানসহ বেসরকারি তাবৎ মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংস্থা থেকে ধর্মীয় সংগঠন। বাদ যাননি স্বয়ং প্রধানমন্ত্রীও।
সেই অভয়নগরে উপজেলা নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। অনেকের ধারণা ছিল, মালোপাড়ার ঘটনা উপজেলা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই নির্বাচনে মালোপাড়ার ঘটনার কোনো প্রভাবই নেই!
পরস্পর বিপরীত রাজনৈতিক আদর্শের খবরের কাগজ দৈনিক সমকাল, দৈনিক ইনকিলাব ও দৈনিক আমার দেশ-এর স্থানীয় প্রতিনিধিরা এ কথা একবাক্যে স্বীকার করলেন দ্য রিপোর্টের কাছে।
ওই তিন পত্রিকার প্রতিনিধি যথাক্রমে ফারুক হোসেন, নজরুল ইসলাম মল্লিক ও মুজিবর রহমান জানান, প্রার্থী ও সমর্থকরা যে যার মত করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মালোপাড়া নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অভয়নগরে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাতা-কলমে প্রার্থী পাঁচজন হলেও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুল মান্নান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচনী এলাকার সবাই একবাক্যে বলছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবীন অধিকারী ব্যাচা ও ১৯ দল সমর্থিত প্রার্থী নূরুল হক মোল্যা বাঘার মধ্যে।
তবে জয়ের সম্ভাবনা থাকুক আর না থাকুক প্রার্থী এবং তাদের সমর্থকরা কেউ বসে নেই। দিনরাত চলছে প্রচার-প্রচারণা।
জানতে চাইলে রবীন অধিকারী ব্যাচা বলেন, ‘মালোপাড়ার ঘটনার সঙ্গে উপজেলা নির্বাচনের কোনো যোগ নেই। ওই ঘটনা চলতি নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।’
নূরুল হক মোল্যা বাঘা নির্বাচনী প্রচারণায় থাকায় তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু প্রশ্নের জবাবে বলেন, ‘মালোপাড়ার ঘটনা ছিল এক রকম আর মিডিয়া প্রচার করেছে আরেক রকম। এটি আমাদের জন্য ভালোই হয়েছে। কারণ স্থানীয় মানুষ আসল ঘটনা জানে। সে কারণে আমাদের প্রার্থীর জয়ের সম্ভাবনাও বেড়েছে।’
(দ্য রিপোর্ট/একে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)