বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ার গোপীনাথপুর-সাহারপুকুর রাস্তায় ভেল্লা নামক স্থানে দ্রুতগামী ভটভটির ধাক্কায় এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ধাক্কায় ভুট্টু (৪২) উপজেলার জিয়ানগর ইউনিয়নের ভেল্লা গ্রামের মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ি থেকে ভুট্টু সাইকেলযোগে আলু বিক্রির জন্য গোপীনাথপুর হাটে যাচ্ছিলেন। পথিমথ্যে একটি দ্রুতগামী ভটভটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় স্থানীয়রা ঘাতক ভটভটি আটক করলেও চালক পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)