বাবার প্রতি নিষ্ঠুর অভিমান মেয়ের!
দিনাজপুর সংবাদদাতা : রিকশাচালক বাবা আকবর আলীর কাছে নতুন জামার বায়না ধরেছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী আইভী (১০)। সময়মতো জামা কিনে দিতে পারেননি বাবা। এতে স্কুলপড়ুয়া শিশুর মনে জমেছিল অভিমানের পাহাড়।
নতুন জামা না পেয়ে আত্মহত্যা করেছে ঐ স্কুলছাত্রী। দিনাজপুর শহরের রামনগর এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বাবা আকবর আলীর কাছে নতুন জামা চায় আইভী। জামা না পেয়ে বাবার প্রতি অভিমান করে শুক্রবার সকাল ১১টায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
আইভী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানিয়েছে, নিহতকে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/একে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)