রাজশাহীতে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক
রাজশাহী অফিস : রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। নগরীর দরগাপাড়া পদ্মা গার্ডেন এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- এমদাদুল হক (২২), সনি (২১), আজিজুল ইসলাম (৩০) ও বাবুল ইসলাম (২৮)। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম জানান, অস্ত্র কেনাবেচা করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে চার অস্ত্র ব্যবসায়ী রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা গার্ডেনে অবস্থান নেয়। খবর পেয়ে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা অস্ত্র কেনার গ্রাহক সেজে তাদের আটক করে। তারা অস্ত্র চোরাকারবারি চক্রের অন্যতম সদস্য বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)