বিজয়ের আনন্দে দর্শকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়লাভের আনন্দে উদ্বেলিত এক দর্শক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বেলকুচি পৌর এলাকার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক হাই স্কুল মাঠে শুক্রবার বিকেলে খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
মৃত খাদেম আলী চালা ফুটবল টিমের ম্যানেজার আনোয়ার হোসেনের বাবা বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
জানা গেছে, খেলায় একের পর এক জয়সূচক গোল হলে তিনি আনন্দে চিৎকার করে মাঠের পাশে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে মাঠে দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
(দ্য রিপোর্ট/আরকে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)