জামালপুরেও মৃদু ভূ-কম্পন
জামালপুর সংবাদদাতা : দেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়া, সিরাজগঞ্জ ও নাটোরের পাশাপাশি জামালপুরেও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটে ভূ-কম্পন শুরু হলে এলাকার মানুষ ভয়ে ঘর থেকে বের হয়ে ছোটাছুটি করতে থাকে।
রানাগাছা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৬-৭ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে জেলা ও বিভিন্ন উপজেলায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)