নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। শুক্রবার দুপুরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলার উদ্বোধন করেন।

মেলার প্রথম দিনেই ছিল দর্শনার্থী-ক্রেতাদের উপচেপড়া ভিড়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় দেশীয় জিনিসপত্রের সমারোহ ঘটায় দর্শনার্থী-ক্রেতাদের ছিল বাড়তি আগ্রহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘লোকজ ঐতিহ্য উপস্থাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি করা সম্ভব। লোকজ মেলার মাধ্যমে চিরায়ত গ্রাম বাংলার শাশ্বত রূপ খুঁজে পাওয়া যায়। লোকশিল্পের বিকাশ ও প্রসারে এ মেলা বিশেষ অবদান রাখবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভৌত কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ফাউন্ডেশনের সীমানা প্রাচীর, কারুপল্লীতে ৪৮টি স্টল, ময়ূরপঙ্খী নৌকার আদলে সোনার তরী, লোকজ মঞ্চে, লেকের ওপর ব্রিজ, দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার জন্য চারশ’ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’

ফাউন্ডেশনের লোকজ মঞ্চে আসাদুজ্জামান নূর মেলার উদ্বোধন ঘোষণা করেন। এর আগে কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ মন্ত্রীকে স্বাগত জানান। পরে মন্ত্রী স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী।

ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলী হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, ভাষাসৈনিক আহমদ রফিক। উদ্বোধনের পর লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের মেলায় ঠাঁই পেয়েছে ১৮৪টি স্টল। মেলায় কারুশিল্পীরা জামদানি শাড়ি, পাটজাত সামগ্রী, নকশিকাঁথা, মৃৎশিল্প সামগ্রী, তাঁতের কাপড়ের তৈরি সামগ্রী, শামুক-ঝিনুকের হস্তশিল্প ও শোলার কাজ, কাঠের কারুকাজ প্রদর্শন ও বিক্রি করছেন।

(দ্য রিপোর্ট/এমএম/একে/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)