খাগড়াছড়িতে জনতার মুখোমুখি উপজেলা প্রার্থীরা
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার তিন চেয়ারম্যান পদপ্রার্থী শুক্রবার বিকেলে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মো. শানে আলম, স্বতন্ত্র প্রার্থী চঞ্চুমনি চাকমা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম হেলাল উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মগ অনুপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রার্থীদের কাছে নির্বাচিত হলে পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ, চাদাবাজি বন্ধ, নারীর অধিকার নিশ্চিত এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার গ্যারান্টি চান।
জবাবে প্রার্থীরা বলেন, উপজেলা পরিষদের কর্ম-পরিধি একটি ম্যানুয়াল দ্বারাই পরিচালিত হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এবং ১৪টি বিভাগের প্রতিনিধিত্বশীল মাসিক সভার মাধ্যমেই গ্রহণ করতে হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খাগড়াছড়ি জেলা কমিটির যৌথ উদ্যোগে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে সনাকের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অনন্দ বিহারী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন- সুজনের জেলা সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।
প্রশ্নোত্তরপর্ব শেষে প্রার্থীরা হাতে হাত মিলিয়ে নির্বাচিত হলে দুর্নীতি না করার অঙ্গীকার ব্যক্ত করেন।
(দ্য রিপোর্ট/এইচএমপি/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)