শুক্রবার নতুন ১৯৬ বই
দ্য রিপোর্ট প্রতিবেদক : বইমেলায় শুক্রবার এসেছে ১৯৬টি নতুন বই। মোড়ক উন্মোচিত হয়েছে ১০টি বইয়ের।
বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ৪৫টি, গল্প ৩৪, প্রবন্ধ ১২, কবিতা ৪৫, গবেষণা তিনটি, ছড়া ছয়টি, শিশুতোষ দুইটি, জীবনী সাতটি, রচনাবলি একটি, মুক্তিযুদ্ধ একটি, নাটক চারটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ তিনটি, ইতিহাস দুটি, রাজনীতি দুটি, রম্য ছয়টি, ধর্মীয় একটি, অভিধান একটি, সায়েন্স ফিকশন একটি, অন্যান্য ১৭টি বই।
প্রকাশিত নতুন বইয়ের মধ্যে রয়েছে-বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত সরল সন্ন্যাসীর লেখা ‘মধ্যরাতের সূর্য’ বইটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ কর্নারের সাদা কাগজের স্টলে। এ ছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে এসেছে মোস্তফার কাব্যগ্রন্থ ‘মানস’, স্বরব্যঞ্জন থেকে এসেছে শিহাব শাহরিয়ারের ‘মাতাল মেঘের ওড়াউড়ি’, আগামী প্রকাশনী এনেছে স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’, আহমদ পাবলিশিং হাউস এনেছে তানভীর মাসুদের ‘তনু তন্দ্রা জগৎ’, বাংলাপ্রকাশ এনেছে জয়নুল আবেদীন স্বপনের ‘খুদে বুদ্ধিমান প্রাণী’ সূচয়নী পাবলিশার্স এনেছে ড. অনিক মাহমুদের ‘বাংলা কথা সাহিত্যে শওকত ওসমান’, ছায়াবিথী এনেছে হাসানাত লোকমানের ‘জোছনার বনে নিরবতা’, ইত্যাদি এনেছে সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’, ঝিঙেফুল এনেছে মোয়াজ্জেম হোসেনের ‘রূপকথা’, কালিকলম প্রকাশনী এনেছে মশিউর রহমান মজিবরের ‘লাস্ট : মোশী টেস্টামেন্ট অব আব্রাহামি’, অনুপাত এনেছে আব্দুল আউয়াল মিন্টুর ‘রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি’, ঐতিহ্য এনেছে আফজাল হোসেনের ‘কুহুকিনি’, নবরাগ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর গল্পগ্রন্থ ‘দরজাটা খোলো’, প্রেস ইনস্টিটিউট এনেছে মোহাম্মদ শাহ আলমগীরের ‘সংবাদ পত্রে বঙ্গবন্ধু’, কাকলী এনেছে সুমন্ত আসলামের ‘শত্রুর কবলে পাঁচ গোয়েন্দা’, আফসার ব্রাদার্স এনেছে সালাম আজাদের ‘বাংলাদেশের বিপন্ন সংখ্যালঘু’ শিরোনামের বই।
(দ্য রিপোর্ট /এমএ/একে/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)