যশোর অফিস : প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে যশোর জিলা স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের গৌরবের ১৭৫ বছর উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীতে দুই দিনের অনুষ্ঠানে বিশ্ব ভালোবাসা দিবসে বসেছে প্রাক্তন ছাত্র তারকাদের মিলনমেলা।

শুক্রবার এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দেশের খ্যাতিমান ব্যক্তিরা। উদ্বোধনী পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রাক্তন সচিব ও রাষ্ট্রদূত মনিরুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এএএম জাকারিয়া, সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটো, যশোর পৌরসভা মেয়র মারুফুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম সালেক, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যের পরেই শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। বিশ্ব ভালোবাসা দিবসে স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন ছাত্ররা হারিয়ে যান পুরনো দিনে। শৈশবের ফেলে আসা দিনগুলো যেন ফিরে পান নতুন করে। দীর্ঘদিনের সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন তারা।

আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে তারা হারিয়ে যান জীবনের কর্মব্যস্ত দিন ও সংসার জীবনের বয়ে বেড়ানো ঝামেলা। বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি আর জমপেশ আড্ডা দেখে মনেই হয়নি তারা এখন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি।

সন্ধ্যায় শুরু হওয়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঢাক-ডোলের তালে তালে তারা নেচেছেন, গেয়েছেনও। এ আনন্দ আয়োজন চলে গভীর রাত পর্যন্ত।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এজেডএম সালেক জানান, অনুষ্ঠানে প্রায় ৯০০ প্রাক্তন ছাত্র রেজিস্ট্রেশন করেছেন। শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচি এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন তারা। বিকেল ৩টা থেকে আড্ডা আর রাতের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্যদিয়ে শেষ হবে বন্ধুত্বের মিলনমেলা।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)