খুলনা ব্যুরো : সুন্দরবনের করমজলে শুক্রবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' সিরাজ শিকদার নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি পাইপগান, গুলি ও লুট করা স্বর্ণলংকার উদ্ধার করা হয়।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সিরাজ শিকদার নামে একটি বাহিনী আনেকদিন ধরে সুন্দরবনে ডাকাতি করে আসছিল। কিছুদিন পূর্বে এই বাহিনী পাইকগাছা উপজেলায় ডাকাতি করে।

তারা আরো্ জানায়, বাগেরহাট জেলার রামপাল উপজেলায় শুক্রবার সকালে সিরাজ শিকাদারের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা জেলা পুলিশের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদকালে অস্ত্র ও ডাকাতির মালামাল সুন্দরবনে আছে বলে জানায়। তার কথা মতো সন্ধ্যায় খুলনা পুলিশ সিরাজকে নিয়ে সুন্দরবনের করমজলে গেলে তার বাহিনী পুলিশের উপর গুলি করে। এই সময় সিরাজ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, ২টি পাইপ গান, দশ রাউন্ড বন্দুকের গুলি এবং ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার বিভূতি ভূষন ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে খুলনা জেলার দাকোপে একটি মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)