চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা-কুটালি সড়কে উজলপুর মাঠ পাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহব্বত আলী জানান, ঘটনার সময় বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের জুমার আলীর ছেলে দর্জি সজীব (২৫) বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থল দর্শনায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আঁখ বোঝাই পাওয়ার ট্রলার ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এতে মাথার উপর দিয়ে ট্রলিটি চলে যায়। ঘটনাস্থলেই সজীব নিহত হয়। স্থানীয় লোকজন পাওয়ার ট্রলারটি আটক করে। কিন্তু চালক পালিয়ে যায়। তবে পাওয়ার ট্রলারটির মালিক কুটালি গ্রামের আইয়ুব নবীর বলে জানা গেছে।

এসআই মহব্বত আলী আরও জানান, পারিবারিকভাবে সমঝোতা হলে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে না।

(দ্য রিপোর্ট/এমআরআর/এমসি/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)