জরিমানার নামে কৃষকের গরু নিলেন ইউপি সদস্য
বগুড়া সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর উপজেলার সালনা গ্রামে সালিশের নামে কৃষকের গরু কেড়ে নিয়েছেন গোহাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম।
ভুক্তভোগীরা জানান, নারী নির্যাতনের অভিযোগে গত বুধবার গ্রামের জহুরুল ইসলাম ও ফজলুকে জরিমানা করা হয়। সুদের বিনিময়ে ফজলু জরিমানার ৮ হাজার টাকা শোধ করেন। অপরদিকে ফজলু জরিমানার ১২ হাজার টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের গরু কেড়ে নিয়েছেন শহিদুল ইসলাম।
শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু এবং টাকা ফেরত দেওয়া হয়নি।
জহুরুল ইসলাম বলেন, ‘গত বুধবার সকাল ১০টায় সালনা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে সালিশের ডাক দেন ইউপি সদস্য শহিদুল। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও আমাদের জরিমানা করা হয়েছে। আমি টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে আমার গরু কেড়ে নেওয়া হয়েছে।’
ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, গ্রামে অনেক ধরনের বিচার হয়। উভয় পক্ষকে শাসন করার জন্য জরিমানা করা হয়েছে। মসজিদ পবিত্র জায়গা তাই হারাম টাকা মসজিদে দেওয়া হয়নি আবার সরকারি কোষাগারেও দেওয়া হয়নি।
শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আব্দুল মান্নান বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
(দ্য রিপোর্ট/এএইচ/একে/এমসি/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)