চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে শনিবার সকালে চাঁদপুর থানায় প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও এসআই লুৎফুর রহমান।

ওসি মো. শাহ আলম দ্য রিপোর্টকে জানান, তার বিরুদ্ধে নাশকতামূলক একাধিক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমকে ওই ইউনিয়নে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের প্রার্থিতা নির্ধারণী সভায় ভোটবিহীন এমপিকে অবাঞ্ছিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত উল্লেখ করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন।

(দ্য রিপোর্ট/এমবি/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)